ধোকাবাজ
                            -মহাদেব দাশ
বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে চলছে ধোকাবাজি
বিশ্বাসের খাতায় ধোকা দিলে, সে হয় সবচেয়ে পাজি।
ধোকাবাজি করা ভুল নয়, এটা কিছু মানুষের স্বভাব
অবিশ্বাসের পাল্লা ভারি করে, তাদের বিশ্বাসের অভাব।
মিথ্যেবাদীরা সাধারনত ধোকাবাজ বেশি হয়
আবার ধোকাবাজ মানুষেরা শান্তি নাহি পায়।
ধোকাবাজি লোক সত্য বললেও কেউ বিশ্বাস করে না
ধোকা দিয়ে ভুল হয়েছে বললেও, কেউ শুনতে চায় না।
যদি আপনি কখনো কারো কাছ থেকে ধোকা খেয়ে থাকেন
মনের অজান্তে কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন।
মানুষ কখনো কেউ ভুল করে কাউকে কোন ধোকা দেয় না
ধোকাবাজি লোকের সাথে কখনো কেউ সম্পর্ক করবেন না।
বিশ্বাসের ভিত যত বেশি, ধোকার পরিমান ততটা ভয়ংকর
আর অবিশ্বাস করলে, তার বাকি থাকে না কোনই অহংকার।
অন্যকে ধোকা দিয়ে নিজেকে মহান ভাবার নেই কোন কারন
বোকার স্বর্গে বাস করে তারা, সকলের সাথে মেশা বারন।
১৭/০৪/২০২৪ ইং