কত কথা বলার ছিল বাকী
কত যে গান হয়নি আজো গাওয়া
সবাই যখন এলো খবর নিতে
তোমার জন্য শুধুই এ পথ চাওয়া ।।

সাঁঝের বেলায় সবুজ পাতার ছায়ে
হাজার পাখির মধুর আলাপন
আমার কথাও সুর ছড়াবে জানি
এই আশাতে বেঁধে রাখি মন ।।

দুয়ার খুলে বৃষ্টির গান শুনে
কত রাত্রি এমনি গেছে চলে
সকল পাখি ফিরলো ঝড়ের আগে
কেমনে তুমি রইলে আমায় ভুলে !!

উজান গাঙ্গের মন মাঝির নায়ে
আমার কথার নিত্য যাওয়া-আসা
কত য ঢেউ শুধায় কানে কানে
বল্ দেখি তার কেমন ভালবাসা !!

সব সখিরা ফিরে আমায় ফেলে
আমি তবু একলা বসে থাকি
আমার ঘরে জ্বলবে না যে আলো
সকল কথা রয়েই যাবে বাকী ।।

আমার যত না বলা সব কথা
হারায় যদি অনেক কথার ঝড়ে
চিনতে যদি নাইবা পারো তারে
ডেকো শুধু আমার নামটি ধরে ।।

তবেই আমার দুঃখ ভোলার পাখি
দুঃখ ভুলে গেয়ে উঠবে গান
বৃষ্টি হয়ে ঝরবে আমার কথা
সকল ব্যথার হবে অবসান ।।

২ মে ২০১৬ ।