মাটির গন্ধ
(মিনু কোড়াইয়া- বৃষ্টিরানী)
============
কদম তলে রাখাল ছেলের বাজেনা সেই বাঁশি
পথের বাঁকে আর শুনি না প্রান বাউলের গান
এই আধারে হারিয়ে গেছে জোনাক জ্বলা নিশি
পাইনা খুজে আমার গাঁয়ের সোনা মাটির ঘ্রাণ ।।


সেই যে কবে থমকে গেছে ইট পাথুরে জীবন
ঘুম ভাঙ্গাতে আর ডাকেনা রাত জাগা ঐ পাখি
কোলের কাছে শুয়ে শিশু দেখেনা আর স্বপন
বদলে গেছে জীবন ঘাটে উদাস দুটি আঁখি ।।


পিচঢালা পথ রোদে পোড়ে নেইকো  মেঘের  সাজ
আকাশ পথে চাতক পাখির বাড়েই দীর্ঘশ্বাস
আমার দুচোখ খুঁজে কেবল সূর্য ডোবার সাঁঝ
কোথায় গেলে পাবো আমার সুখের বারো মাস ।।


হাওয়ায় ওড়ে বহুদূরের গল্প আসতো ভেসে
মধুর চেয়েও মধুর ছিল অপেক্ষার সেই প্রহর
স্বপ্নবিহীন দুচোখ এখন  ক্লান্তি এসে মিশে
এত কাছে থেকেও কারো পাইনা মনের খবর ।।


ধানের গন্ধে মাতাল করা উঠোন বাড়ির সুখ
মেঠো পথে শালিক পাখির নেইতো আনাগোনা
চাঁদের আলোয় ভরেনা আর কৃষাণ বধুর মুখ
পাই না তো সেই  ধুলো মাখা পথের ঠিকানা ।।


মাটির গন্ধ আজো আমার দেহের সাথে মিশে
ভুলে যেতে দেয় না আমার নাড়ী পোতা ভূমি
কে যে এসে  মোহন বাঁশি বাজায় দিনের শেষে
আজো আমি মনে মনে  সেই মাটিরে চুমি ।।


২৩ জুন ২০১৭
ঢাকা, বাংলাদেশ।