আমার একটা গল্প ছিল
কেউ শুনতে চায় নি।
আমার কাছে কবিতা ছিল
আনন্দ  খুঁজে পাই নি।
আমার সামনে নদী ছিল
সাঁতরে ওঠা হয় নি।
আমার অনেক বয়স ছিল
বেড়ে ওঠা হয় নি।

আমার সত্যিই সব ছিল
কিন্তু নিজের করে পাই নি।
আমার ছয় ঋতু ছিল
উপভোগী সময় দেয় নি।
বাড়িয়ে দেয়া হাতছিল
হাতধরা আর হয় নি।
আরো শুনবেন?
আমার বাধা ঘর ছিল
কেউ যে আলো জ্বালে নি।
কোলাহলে ভিড়ে সবাই ছিল
শুধু তোমায় আমি পাই নি।
তাই আমার সব ছিল
শুধু নিজেকে খুঁজে পাই নি।