আমি এখন সুখী বলতে পারো
------------------------------------------
আমি এখন সুখী বলতে পারো,
আমার মোটা বেতনের চাকুরী আছে
থাকার বাসাও বেশ ঝকঝকে তকতকে।
একটু গরমে হাস ফাঁস লাগে বাহিরে
অফিস বাড়িতে অবশ্য সে কষ্ট নাই।
ফি বছর আমার বেতন বাড়ে তাই
জিনিসপত্রের দামে আমি ভাবি থোড়াই।
শুধু আমার পিঠে কয়েকশত বছরের
গোলামীর বস্তা, গলায় পেঁচানো পুরানো বিষ নাগ
আমার জামা খুলে দেখ পিঠে অনাচারের দাগ
হৃদয় মেলে দেখ পুড়ছে কি বঞ্চনার আগ।
দেখ এই যে এত অনাচারে অহংকারে নির্বিচারে
আমার কোন রা নেই, নেই কোন রাগ অনুরাগ।
এই গোলামীর জামা,নিগ্রহের অন্ন,নিশ্চুপ জঘন্য
বহুকাল ধরে জড়ায়ে নিয়ে গায়ে হয়েছি অনন্য।
এতকাল ধরে কত সকালে কত সন্ধায় আমি
হাসিমুখে বসেছি, ভালো থেকেছি বহুক্ষণ ধরে।
তাহলে যেন তোমরা আমাকে খুশি দেখতে পারো
এগুলো তোমরা হিসেবে মিলিয়ে নিয়ে অন্তত
এখন তো আমাকে সুখীই বলতে পারো।