এসো সমুদ্রে যাই
------------------------
বুকে ভেতর কষ্ট জমে
চোখে অকারণ অশ্রু নামে
যখন কেমন শূন্য নাই নাই
তবে এসো প্রিয়, সমুদ্রে যাই।
যখন আসে একলা দুপুর
একলা একা দিকশূন্যপুর,
গভীর রাতে ঘুম আসে না ছাই
তবে এসো প্রিয়, সমুদ্রে যাই।
বিষাদ বিকেলে অস্থির যে সময়
কাজের খাঁচায় যে জীবন বন্দী রয়,
যে পোড়া শরীরে থেকেও তুমিই নাই
তাকে নিয়ে এসো ঠিক এখানটায়
এসো যাই,চলো প্রিয় সমুদ্রে যাই।
সমুদ্র হোক তোমার মোহনা
সৈকতে ভাঙ্গুক তোমার পোষা কষ্টরাই
নোনা জলে মিশুক তোমার অশ্রু
বাঁধা ভুলে যেও, ছাড়ো মেকি খোলতাই
এসো হে প্রিয়, এসো সমুদ্রে যাই।
চকরিয়া, কক্সবাজার(১৮/৩/২০২৩)