ঈশ্বরের দয়া
-------------------
আমাদের একজন সন্ত দরকার
যিনি আমাদের পূন্যের দিকে ডাকবেন।
পাপীকে ক্ষমা চাইতেন বলবেন ঋষির মতো
পথহারা আমাদের পথ দেখাবেন।
বহুদিন আগে দুরাচারেরা জনকের বুকে গুলি করেছিল।
এরপর ঈশ্বরের অভিশাপে
এই ভূমিতে আর সাধুরা জন্মায়না।
জন্ম নেয় চোর,দালাল,বাটপার
নেতা হয় জুয়ারি দের সরদার।
আমাদের রক্ত চুষে ঢোল বেনিয়া ফড়িয়ারা
উপসনালয়ে প্রধান হয় পায়ুগামী গান্ডুরা।
একদল মেয়েরা নষ্ট জন্ম দিয়েই যাচ্ছে
শিক্ষালয়ে নধর পুষ্ট মেয়েদের দেখে
থাবা চাটে বিগত যৌবনের লম্পট শিক্ষক।
চিৎকার ভাসে যা দূর হ,যা যা ফট
লালসা মাখা থাবা চাটা
অথর্ব শয়তান বুড়ো লম্পট।
অভিশাপে অভিশাপে আকাশে কোথাও মেঘ নেই।
বৃষ্টি নেই,বাতাস নেই
শান্তি নেই,নেই ভালবাসা
নেই কোন সুখ নেই আলো আশা।
আমাদের ভাঙা জাহাজ ভুল নোঙরে
পাল তুলবে কোন হাওয়ায়
কে ধরবে এ তরী এ হাল,
কোথায়, সেই কাপ্তান কোথায় ?
যিনি এসে বলবেন "তোমরা পূবের হাওয়ায় পাল তুলে দাও"।
যিনি বলবেন সন্তের মতো," ক্ষমা প্রার্থণা করো।"
"তোমরা ক্ষূধা আর কষ্টে ধৈর্য ধারন করো,
কারন অতিশীঘ্র প্রচুর ফসল ফলবে।
তোমাদের ভাঁড়ার উপচে পড়বে ফসলের দানা
তোমাদের সন্তানেরা, অনাগতরা সুদিন দেখবে"।
এক অলৌকিক পাহাড়ের আড়াল থেকে
একজন জ্যোতির্ময় আসবেন,
শুনাবেন ঈশ্বর বাণী বাহকের কথা।
তিনি আমাদের পূণ্য শেখাবেন
তিনি শেখাবেন প্রেম,ক্ষমা
কিভাবে হবে ইহজীবন ব্যয়
কেমনে হবে ওপারের পূণ্য জমা।
আমরা সেই সন্তের অপেক্ষায়
সেই ঋষি, সেই পাঞ্জেরী,
একদিন আসবেন সেই জ্যোতির্ময় ।
কত যুগ,কতদিন পার হয়ে গেল
গোলাপি পাখায় উড়ে গেছে কত সময়।
শুধু অপেক্ষা
একজন সন্ত আসবেন, ঋষি আসবেন
আসবেন সেই জ্যোতির্ময়
ঈশ্বর দয়াময়ের যেদিন দয়া হয়।
তাই আমরা ঈশ্বরের দয়ার অপেক্ষা করি,
দয়া করো ঈশ্বর,হে পরম করুণাময়।