জাদুঘর
------------
স্বপ্ন  ছিল ছোট দোতলা বাড়ি,
আর দুধ সাদা রংয়ের গাড়ি।
গাড়ি  বারান্দা থেকে বাধানো রাস্তা মেইনগেটে হবে শেষ
দুপাশে দুটো ল্যাম্পপোস্ট
ডানদিকে লেটার বক্স
সোনালী ফলকে লেখা হবে নাম মিস্টার এন্ড মিসেস।

উপরে বাড়ির নাম জাদু
  লেখা কালো হরফে
যে ঘরে তুমি আমি
এত বিপরীতে মিতালিময়
তার নাম জাদুই তো হয়।

সেই দোতলা বাড়ি ,
নিচে দুধ সাদা গাড়ি
এখন বারান্দা থেকে  মেইন গেটে ওঠে।
রাত হলে ল্যাম্পপোস্ট জ্বলে,
লেটার বক্সে চিঠি জমে।
প্রতি ঘরে তোমার প্রিয় শোপিস একদম ঝকঝক,
বসার ঘরে সোনালী ফ্র্বেমে তুমি তাকিয়ে অপলক।

সবকিছুই আছে, মনমতো পছন্দপর
জাদুবাড়ি আজও জাদু হয়েই আছে।
শুধু তোমার চলে যাওয়ায়
একদিনের জাদু বাড়ি আজ জাদুঘর।