কবিতায় লিখেছিলাম বাংলাদেশ
---------------------------------------------
মিছিলে গর্জে উঠেনি আমার গলা
আন্দোলিত হয়নি আমার মুষ্ঠি।
রাজপথে  ছিল না পদচিহ্ন আমার
লুকিয়ে বেড়াইনি কোন পুলিশি দৃষ্টি।
শুধু ছিল দুর্বল হাতের কয়টি আঙ্গুল,
সেই কটি আঙুল চেপে হৃদ কলমের ভরে
লিখেছিলাম একটি নাম
লিখেছিলাম বাংলাদেশ।

কবিতায় আমি লিখেছিলাম
এই অভাগা মায়ের কষ্টের কথা
কোটি সন্তানের কত দুঃখ ব্যথা।
কবিতায় আমি এঁকেছিলাম,
এঁকেছিলাম নদী শ্যামল মাঠ কারবন  জুড়ে
লিখেছিলাম একটি নাম
লিখেছিলাম বাংলাদেশ।
  
এত রক্ত এত ত্যাগে এই যে
পেলাম আমার দেশ,
তার লাল সবুজ পতাকা আমি তুলেছিলাম
তারে ভালোবেসে ছিলাম
বলেছিলাম একটি নাম
লিখেছিলাম একটি নাম
ভালোবাসার বাংলাদেশ।

১৬/০৩/২০২৩