কবিতার চলে যাওয়া
-----------------------------
কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই
কবিতারা আমায় গেছে ছেড়ে
ঠিক তোমার মতই হঠাৎ করে,
খটখটে রোদে বৃষ্টি নামার মতোই
গেছে বিনা মেঘে বজ্রপাতের সুরে।
এক কিংকর্তব্যবিমুঢ় সময়ে,
আঁজলা জলে মুখ ধোয়া দিন
শুরু করার আগেই।
অপ্রার্থিত এমন এক লয়ে
ত্বরিত অপ্রস্তুত হতবাক করে
আমার কবিতারা চলে গেছে।
বুকের যেখানে এক কোণে
তোমার জন্য কবিতা ছিল মনে।
সেই এক অলিন্দ ঘেরা ঘরে
সিঁদ কেটে একদম চুপিসারে
অকালে গেলো কোন অগোচরে।
এই তীব্র তীক্ষ্ণ ব্যথা গেলো অসাড়ে
শূন্যরে আরোও ফাঁকা শূন্য করে
তোমায় জন্য লেখা তোমার মতো
ভালোবাসা নীল কবিতারা চলে গেছে।
এক আসমুদ্র আক্ষেপ নিয়ে কবিতায়
যাবার আগে কেউই তো বলেনি বিদায়।