কষ্ট ফানুস
------------------

আকাশ আলোয় ফানুস ওড়ে
জানো না তার  কেমন পুড়ে
কেমন আহাজারি হয় ভুল সময়ে
জন্ম নেওয়ার কোন ভুলের প'রে।

বিষাদ ফুটে আনন্দ বনে।
কান্না  বাজে বিরহ  তানে
কেন যে বাজে বিষের বাশি
কেন মনে হয় ভালোবাসি।

কোন জনমে কোন জগতে
মিল হতো  এই তোমার সাথে
কোন শিলায়  থাকত খোদাই
তব চিহ্ন রক্ত   লিপিকাতে।