মেঘের সন্ধ্যা
-------------------

সন্ধ্যায় শুধু আঁধার নামে নি
নেমেছে  বৃষ্টির লহরী।
সেদিনও  সন্ধ্যায় আকাশ
ভেঙে বৃষ্টি নেমেছিল।

দু'জনের  সবেমাত্র পরিচয়,
কি কথা বলবো
সেটা ঠিক করতেও
লেগে যায় কয়েক মিনিট সময়।

বৃষ্টি আসলে চমৎকার!
কত কি  সহজ করে দেয়।
ফেরার পথে রিকশাতে
তুমি  ভয় পেলে বজ্রপাতে।
শার্টের হাতা খামচে ধরা
কম্পমান তোমাকে বললাম
যদি তোমার লাগে ভয়
আমার হাতে হাত রাখলেই হয়।

এক যুগের বেশি বর্ষা দেখি
বিদ্যুত চমকে ওঠে, আকাশ কাঁপিয়ে
মেঘের হুংকার শুনি।
শুধু কেউ বলে না
আমার খুব ভয় লাগে যে,
হাত ধরো আমার এখুনি।

হয়তো তোমার এখন মেঘে
গর্জে ওঠা বিদ্যুৎ চমকে
হয় না ভয়, ওঠো না আর  কেঁপে
হয়তো কেউ বলেছে তোমায়
এগুলো  ছেলেমানুষী বড্ড,
অনুভূতি প্রকাশ কর মেপে।

এমন অনেক সন্ধ্যার বৃষ্টিতে  
আমি দেখি বজ্রপাত
আমি খুৃঁজি কারো হাত,
এক অনঙ্গ কম্পন
নতুন ভালবাসার স্পন্দন,
নিয়তির ঢেউয়ে ভেসে যাওয়া তোমাকে।