নিরবতা
-------------
খুব কোলাহলেও নিরবতার আগমনের আসে খবর
হাসি খেলা আর এই উত্তাল দিনের ঢেউ
সব থামিয়ে শোকের জাহাজ ফেলে নোঙর,
আনন্দ হরষিত সব বুকেই চাপে কষ্টের পাথর।
সব সংগীত একসময় থামে
সবদিনের শেষে সন্ধ্যা নামে,
সব দীপেরই আলো কমে
যেভাবে নদী নামে সমুদ্র দামে।
এই জনপদ এত মানুষে এত আয়োজনে
নামে যতি, কমে যায়, থেমে যায় কথা
আলো নেভে কোলাহল থামে
শুধু রয় অন্ধকার, স্তব্ধ করা নিরবতা।