সবুজ জনপদ
--------------------
দেখলাম এক সবুজ জনপদ
বুকে নিয়ে শান্ত ব্রহ্মপুত্র নদ
পার হয়ে তারে, দাড়িয়ে তীরে
আবার করলাম ফিরবার শপথ।

সেই শ্যামল জনপদ
নিয়ে ব্রহ্মপুত্র নদ
কেমন আশ্চর্য নিরব ঠায়,
শান্তি যদি  থাকে কোন  বুকে
তবেই অবিচল সবুজ থাকা যায়।

সেই নদ আমায় দিয়ে হাতছানি
ফিসফাস  মধুর কানাকানি
কয়ে দিল আবার এস সখা
তোমার সনে হবে মোর দেখা।
আবার আমার  শ্যামল তীর
গন্তব্য হবে তোমার, হবে নীড়।

সেই জলতীরে দেখলাম তারে
দেখলাম সেই প্রিয় মুখ
যে অপেক্ষায় বছর নিযুত।
সে বলে দিল সেই কালো চোখে
কথা দাও আসবে তুমি ফিরে
আসবে এই জলাঙ্গীর সবুজ তীরে।

সেই দেখা জনপদ
সেই ব্রহ্মপুত্র নদ
সেই প্রিয় মুখ
রইল আশ্বাস আমার
ফিরবার শপথ।

ময়মনসিংহ
০২-০৪-২০২৩