আমার শরীর ঘিরে যে জোনাকিরা এতদিন
সৈন্য সেজে দাঁড়িয়েছিলো পাহারায়,
আজ তারা ঘরে ফিরতে ব্যস্ত


বুকড়ি-ধান ছুঁয়ে চলে যায় একফালি আড়শি নদী
বুকে জড়িয়ে ধরে নিম ফুলে মালা


বহুদিন যে পথে আসেনি কেউ---
চেরা জিভে শুয়ে থাকে নির্বাক র‍্যাটেল স্নেক
মৃত্যুর অ্যালাম বাজে অবিরত লেজে।


রাতের বিষণ্ণ কান্নাগুলো এখন
ঘুমিয়ে আছে স্বেদ-মাটির নরম ঘাসের উপর,


কুয়াশা ভেঙে উঁকি মারে সোম-ছায়া আলো।।