শহর থেকে বহুদূরে কোন এক অচেনা বাঁকে
ঘাস-মাটি মিশিয়ে খেলতে খেলতে --
দূরের প্রান্তরে তৈরি করলাম  
আল-ছায়ার সেই মায়াবিনী-কে


চুল যার দ্যোদুল্যমান,
নিতম্ব ছুঁয়ে বাতাসে ওড়ে,
শ্রাবনের মেঘ যেন নেমে আসে বসন্তের মাঠে --


বহুদিন আগের সেই অসমাপ্ত গান
গেয়ে ওঠে মিটমিটে জোনাকিরা


রক্ত-মাংসের অবয়ব যদিও ছুঁয়ে ছিলাম একবার,
সিঁড়ির খাঁজে পা ফেলে পড়ে যাওয়া আটকাতে
যেদিন সুগন্ধ পেয়েছিলাম তোমার চুলে।।