এখানে রক্তের প্রতিধ্বনি
বারুদের গন্ধ নিয়ে বাতাসে বাজে,
আলোহীন আতশবাজি
স্বপ্নের বুক চিরে তার ভবিতব্য সাজে।


সোনালী মাঠ, কাঁদে
জ্যোৎস্নায় শালুকের রূপালী নূপুর।
একতারা, না জানি
কতদিন শোনায়নি গান, বাউলের সুর।
প্রদীপের নীল শিখা
ঝাড়বাতি ধুলোময় মাখা বিষাক্ত শরীর,
অগুনতি রক্তের প্রমাদ,
খোলা জানলায় কুয়াশার বিবর্ণ-সুবীর।


এখানে রক্তের দাগ
আলোহীন সুগন্ধ চাঁদ লেগে লাল।
না জানি আবার কবে
বাজবে সাঁওতালি মাদলের ধূসর তাল।।