নীলচে চাঁদের গায়ে রূপালী সন্ধ্যার
অবিরত প্রতিফলন রাতের ফসলে ভরা,
আমার দু'চোখে নামে না ঘুম -
কেন না বিড়ম্বিত উড়শীর দু'পায়ের নাচে ত্বরা।


এখন রাতের মায়াজালে বেঁধে
নীল মাকড়শা নগ্ন শরীরে বসে প্রতীক্ষায়,
নতুবা শিকারি পিঁপড়ের দল
নীল দাঁতে ছিড়ে খাবে শরীর অসহায়।
আমার দু'চোখে নামে না ঘুম -
দেখি রাত উল্কার বিবর্ণ হওয়া সঙ্গম;
মরু শীতে কাঁপে ভাঙা নীল তরী,
নীল চাঁদ তাই নীলের মতো রঙ্গম।।