আজ সারাটা দুপুর জুড়ে
ঝরল কতই বর্ষা,
এখন দেখি আকাশ খানা
এক্কেবারে ফর্সা।


এদিক-ওদিক ছড়িয়ে থাকা
রেশমি মেঘের পাশে,
শেষ বিকেলের সূয্যি খানা
মুচকি করে হাসে।


তালের পাতার, খেজুর পাতার
কিনা'য় জমা জল,
কচুর পাতায় বিষ্টি জমে
মুক্তো টলমল।


ঝগড়া কখন থমকে গেছে
চড়ুইগুলোর ভিড়ে,
টুনটুনিটা উড়েই চলে
ডুমুর পাতা ঘিরে।


থমকে আছে নদীর নাচন,
নামছে ধীরে সাঁঝ,
নদীর বাঁকেই হারিয়ে গেছে
বিষ্টি বুঝি আজ।।