"নিস্তেজ জীবন"
মুহাম্মদ মিরাজ উদ্দিন


নিস্তব্ধ দুপুর, রহস্যময় জন জীবন থমথমে
হৃদয় পুড়ে ছাই শিউরে উঠে গা ছমছমে ||
জীবন যেখানে থমকে দাঁড়ায়, আশা ছেড়ে
নতুন কিছু হবে না এই হতাশায় হাত বেঁধে
শিহরণ জাগায় হবে কিছু  চেতনার তলে ||


এই আশা, এই হতাশা যেমন করিয়া বাঁধে বাসা
বাবার গর্ব হবো, জীবন গড়বো একটায় প্রত্যাশা
লক্ষ কোটি বছর কেটে যায়, নির্লজ্জ আমি হেসে বেড়ায় সহসায় ||
তবুও জীবনে আসেনা এই আনন্দের  হর হামেশা ||


বাবা আজ হয়েছে  বৃদ্ধ, আমি এখনও হতাশায় সিদ্ধ
একদিন এই অভিশাপ কেটে যাবে আমি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ ||