কী যে এক অাঁধার ঝেঁকে বসেছে আজ এই জনপদে,
প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে পড়ছে অাঁধারের দাবানল যেন সংক্রামক মহামারী,
আমি নির্বাক আঁধারের জয়োৎসবে, এ তো হবার কথা ছিলনা, জনে জনে জিজ্ঞাসি, খুজে ফিরি তাদের যারা কথা দিয়েছিল আলো ছড়াবে এ সমাজে।


বাকরুদ্ধ হয়ে দেখি তারা মেতে আছে অন্ধকারের খেলায়, কী যেন নেশায় মত্ত, আমার ক্রন্দন তারা শুনেনা।
আলোর দিশায় ছুটছি আমি পুব থেকে পশ্চিমে, যাকে আলো ভেবে কাছে যাই, সে দেখি আরো বড় আঁধারের প্রেতাত্মা।


দ্রোহের বশে আলোর মশাল জ্বালি যতবার,  তারা আমাকে দেখে হাসে বিদ্রুপের হাসি, আমি সংকোচে নিভিয়ে দেই সে আলো।


আঁধারে সংক্রামিত নিতান্তই আপনজন এসে বলে গা ভাসাও এ স্রোতে,
আমি বলি, একটু একা থাকতে দাও।