আঁধার সম্মুখে ভীষণ
ঘন আঁধার রাত।
সম্মুখে পথ চলিতে-
নিও আলো-প্রদীপ।
আহা! এ দিবা নয় সুখের,
সম্মুখে দুর্ভেদ্য আঁধার।
হয়তো একদা এ দিবা-
হবে দৃঢ় তমসা,
নাহি থাকিবে সুখের অনাতপ।
যখন তুমি হবে রিক্তহস্ত,
তখন কে দিবে তোমায় আশ্রয়?
যখন তোমার সম্মুখে আসবে-
দুর্গম আঁধার পথ,
তখন কে করিবে আলোক অর্পণ?
আঁধার আসছে অতি-সন্নিকটে
হয়তো বা তোমার-ই দ্বারে,
তখন তুমি যাবে পথ ভুলে।
আলস্য-তন্দ্রা রহিত করে-
কর অন্বেষণ অংশু তবে।
স্বচ্ছন্দ আসবে তব চিত্ত-মর্মে
যদ্যপি আঁধার না থাকে।
আঁধার করিবে যে অপসার
পাবে সে, পুলক সর্বাত্মক।
আঁধার দূর কর;
দূর কর হে, আঁধার পথি।।