শতবর্ষ বাঁচিবার তরে-
দুর্ভেদ্য সাধন করিতে হয়।
জীবন মরে, আশায় বাঁচে সহস্রবার
কাঁপিতে হৃদপিণ্ড তাপিত গাত্রবর্ণ
তথাপি আশা করে যাই
বাঁচিব শতবর্ষ।
সম ব্যথা সকলের নিমিত্তে
সবাকার রবে বেসামাল।
সকলের তরে করেছি প্রচুর
রবেনা চিন্তার মিছিল,
তারা আমায় দিল শূন্যপট।
পূর্ণ কুটির শূন্য রবে-
শূন্যে মিলিবে বাস্তু।
আশা করি জীবনভর-
বাঁচিব দিঘল কাল।
চলে যাব যৎকালে!
ভাবি নাই ভাবে নাই,
সকলি পরিহার করে
বাটি হবে অন্যত্র বটে।