পড়ন্ত অপরাহ্নে উড়ন্ত পৃথ্বী
যেন কবেকার ফুটন্ত ছবি
ভানুর প্রতিবিম্ব বহু রঙে ব্যাপ্তি
হরিদ্রা বর্ণে সজ্জিত ধরিত্রী
গগনতলে বিহগ উড়িল ঝাঁকে
বৈকালে মৃদু পবন বয়ে যায়
অনুদ্ধত সব মোর তনু মন
হেরিয়া পুলকে ভরিল মনঃ মাঝে
সুধা পানে নয় পিয়াস
এ হেরা হৃদ মাঝে রহিবে দীঘল দিবস।