কবে থেকে পথ চেয়ে বসে থাকা
আজও তোমাকে নিভৃতে ডাকা
আমার জীবন সংসার স্তব্ধতায় বেড়া।
আমি ভালো নেই তুমি বিহনে
আজও তাই তোমার জন্য অপেক্ষা
কবে তুমি আসবে ফিরে?
চিত্ত আজি অধিক ব্যাকুল।
আমি তোমার প্রণয় পিঁজরে বাঁধিনু
আমার সকল মোহ অভিলাষ।
সদা ভাবতাম তোমায় হারাব না
তা সবে তুমি চলে গেলে,
জানিনা কী অকারণ?
আমার বর্তিকা নেই,
তুমি ছিলে প্রদীপ দ্যুতি।
আঁখিতে তন্দ্রা নাই
নিত্য আসে চোখে জল।
তুমি স্বপনের মাঝে এসো
এসো তুমি সত্যি হয়ে
আমার হৃদয়ের মাঝেতে
আমার মনঃ বসে রবে
বসুধার সকল অহর্নিশে।