আমার নয়ন ভরি
বেদনার নেত্রবারি,
ফোঁটায় ফোঁটায় ঝরি ঝরি।
এক সিন্ধু বিষাদ লয়ি
বেঁচে রয়েছিনু আজি,
কেমনে ভুলি তব স্মৃতি।
আমার অন্তকরণ তব লাগি রোদন।
হয় মনঃ বিষন্ন,
শুধু তব নিমিত্ত।
আমার অলস-তন্দ্রা মোহ-নিদ্রা,
কাটাইনি সুখ বহু অহর্নিশি।
শুধু তব স্মৃতি ভাবী!
তুমি দিয়েছিলে-
যে বিষাদ গুলি।
আমার হৃদ অন্তহীন আজ,
হয়েছে নিঃশেষ।
গেঁথেছে বিষাদ,
বাজে শুধু হাহাকার!
ঝরে শুধু নেত্রনীর
লোচনে নাহি তন্দ্রা,
আমি আজি সর্বহারা।