কি, হর্ষে কেটেছিল দিবা
কোথাও ছিল নাহি ক্লেশ।
মোরা চিন্ত্য করিনু
বাঁধিব সুখের আলয়,
দৈবাৎ কোথা হইতে আসিল বিষাদ।
অকস্মাৎ বজ্র শিখা আসিয়া,
তোমা হইতে আমাতে করিল দূর পথ।
এই হিয়ায় প্রভূত বেদনা,
তুমি যদ্যপি জানিতে।
তাহা হইলে বুঝিতে-
কি, বিরহে কাটাইনু অহর্নিশ।
তব মম হইবে নাহি কদাপি মিলন,
হইবে নাহি কাদাচ নিরীক্ষণ,
যদ্যপি পার ভ্রমি যেয়ো-
করিও না মোরে স্মরণ।
যেথা রবে স্বচ্ছন্দে থাকিয়ো-
ইহাই মোর অভিলাষ।