জীবনে শুধু সুখের সন্ধানে হাঁটলাম
পারি দিলাম কত দুর্গম পথ
অজানাকে জানার উদ্দেশে
পাইনি আমি সুখের স্রোত
পেলাম শুধু দুঃখের সাগর।
তবুও আমি আশাকে হতে দিইনি-
নিরাশার দহন।
পৃথিবীর সব ক্লেশ হবে কোনোদিন-
সুখের নীড়।
কত কথা জাগে মনে আমার
বিস্মৃত হয়েছে কত অহর্নিশের স্মৃতিপট।
ধুশর জীবন রঙ নেই আছে শুধু হেলা
কল্পনা তন্দ্রায়ে ঝরে যায়
জীবনের সমুদায় আভাস।
কতোবার চেয়েছি আনন্দে দুলিবার
হয়েছি আমি পথেই ধুলিশাত।
কর্ম আমার সব দুঃখ হয় যেন ধুলিশাত
ছিল মোর মনে কেবলই অভিলাষ
হয়নি পূরণ হয়েছে ধুলিশাত।
ফিরে পাব গাহিনু স্তব গান
তীরে ভিরল নিরাশার বাত
নিয়ে যাও সমীর সবি মোর
আছে যত পিঞ্জরে অনল
করে দাও উড়িয়ে ধুলিশাত।