হে কাশ, তুমি বিস্ময়ে স্মরণ
তুমি ধ্রুব, তুমি সফেদ ঘন নীরদ।
হে কাশ, তুমি চিত্ত দ্বারে থাকা-
কোনো একক কুসুম রুপিনি।
হে কাশ, তব সফেদ মম চিত্তর ভেলা
তারি চিত্তের তটিনীর সলিল
তথায় আমি ভাস-মান রহি।
হে কাশ, তুমি মম মনের ভবিতব্য
করেছ ব্যাকুল প্রণোদন।
হে কাশ, তুমি বাজাও মম হৃদের সুরমালা
আমি তারি ছন্দে অঙ্কনে থাকি নিত্যবেলা।
হে কাশ, তুমি ফুঁটাও তব বর্ণের মোহনা
আমি ব্যাকুল আলোকিত মনঃ প্রাণ।
হে কাশ, তুমি দুটি নয়নের আলোকবর্তিকা
হেরি তোমায় সবি ভুলায়
স্মরি সদা তব মুগ্ধ দ্বার
পিঞ্জরে আঁকি তব প্রতিবিম্ব।
আমার সে সুখ আছে যত বিষাদ
ভুলে যাই সবি তব পরশে
যেন তুমি এক সিন্ধু অবাধ সুখ।
হে কাশ, তব অঙ্গনে সমুদয় অর্চনা
আছে যত হৃদের অভিলাষ
আমি ব্যক্ত কহিলাম স্পর্শে তার।