যখন চিত্তর ভাব উদ্রেক হয়
তখন চিত্তের আভা দীপ্ত হয়।
অভিলাষে মনঃ থাকে-
সর্বদা স্বপ্নে পরিপ্লুত।
কদম্ব পুষ্পে আভা থাকে বটে-
সৌরভ আসে মনঃ মধ্যে।
আমি ব্যাকুল সুষুপ্ত নয়
আমি অধির আগ্রহে পন্থে রহি
তব আসার ক্ষণ।
পন্থ মধ্যে দর্শনু
তব বদন মম আঁখিপাতে-
সর্বাত্মক হেরি মোর পিঞ্জরে,
তব প্রতিবিম্ব আঁকি প্রগাঢ় হৃদে।
তুমি থাকো সদা মোর অভিমুখে
আমি নাহি পারি তব বদন ভ্রমিতে।
প্রেমী প্রণয় মোরে কর অর্পণ
আমার বিচ্ছুরিত হৃদে।
আমি করিব বরণ মোর হৃদে
সাজাবো তারে রঞ্জিত আভায়
আমার প্রণয় দিয়ে।
মোর প্রণয়ে নাহি কোনো বিদীর্ণ প্রভব
আছে শুধু রঞ্জিত একক উপবন।