দাঁড়ায়ে রয়ে অবলোকন তব পানে
তব আসার ক্ষণ ব্যাকুল আমার হৃদয়
সমভাগে তুমি যদি দৃষ্টি ফেরাও।
আমার চিত্ত দ্বারে তুমি
তুমি চির দিবস আমারি
চিত্ত পিঁজরে জ্যোতি বিক্ষিপ্ত।
অহে, মোর প্রাণেশা তব কাননে
আমি ফুঁটব পুষ্প বদনে।
উষার আলো নাহি বহে
তুমি আসো দ্যুতি মাল্য হয়ে
আমি চাহিনু তোমায়-
পিঞ্জরে আমার বিকীর্ণ প্রণয়।
ক্ষণিক উদগ্রীব নহে
দীঘল আসার প্রতীক্ষা তব নিমিত্ত
তুমি একটু দাঁড়াবে মোর সম্মুখে।
আমি কুণ্ঠিত স্বরে ডাকি তোমায়
আমার মনঃ অথৈজলে খরস্রোত
আমি তোষিত তব প্রণয়ে।
তমিস্রা শর্বরী, তুমি জ্যোতি
ব্যপ্ত মনের প্রত্যাশা কহিব তব সমীপে
আঁধার রহিবে নিশ্চুপে,
হের ধরিত্রী অক্ষিমেলে-
আমাদিগের প্রণয় হেরিবে দেশ-দেশান্তরে।