আমার জিগর ফাটিয়া-
ক্রন্দন ধাবিত করে
আসে নেত্র চিত্তে বারি
যখন তব কথা স্মৃতি হয়।
হৃদে আমার মরীচিকা-
ধু ধু মরুদ্যান,
আষাঢ়েও ঝরেনি বাদল
শুধু আমি একক।
অগ্নিশিখার মতন-
যার থেকে স্ফুলিঙ্গ প্রকীর্ণ
আমি সে দাহে প্রজ্বলন।
আমি ভাবী নহি
জীবন হবে এমন বিষাদ
বিবিধ নিমিত্তে আজি শ্রান্ত
আর হবে কি ফেরা তব?