আমার অন্তঃকরনের স্নিগ্ধ কোনে
রহিল যে আঁকা,
এই রমনীয় ধরণীর প্রতিচ্ছায়া।
নয়ন যুগলে ভেসে উঠে দিগঞ্চলের রুপ,
শ্যামল আর অরণ্য লতা।
সবুজ তৃণের মমতা খানি
শিশির ভেজা কমল-কানন,
প্রসূনে প্রসূনে বিন্যস্ত সবি-
একক রঞ্জিত নিকুঞ্জ।
নীল নভেঃ ফুটিছে নক্ষত্র রবি শশী
হিমাদ্রির পিঞ্জরে ঝরিছে ঝর্ণারীতি।
সোনালি আভায় রঙিন হয়ে-
ফুটিল এই রমনীয় ধরণী।