আমি হাঁটতে হাঁটতে বড় শ্রান্ত
জীবদ্দশার গতিপথ রুদ্ধ।
সবি হাঁটে ভাটার টানে-
উজানকে পিছনে ফেলে।
তবু হাঁটি!
আমি সদা মনে করি-
জীবদ্দশা জীবিতমৃতুঃ দিব্যধামে-
পথ চলি না হেঁটে।
তবু হাঁটি!
বাস্তব হাঁটা যে পন্থে নাহি-
সে পন্থে হাঁটি বা কি করি।
তবু হাঁটি!
সমর যখন আসে-
তখন হাঁটা আরম্ভ করি।
পরে যাই-
তবু হাঁটি!
আমি হাঁটতে পারি না,
আমাকে হাঁটায়।
তবু হাঁটি!
মৃতুঃ পর্যন্ত নাকি হাঁটতে হবে-
ক্লান্ত লাগে!
তবু হাঁটি!
জীবদ্দশার মায়া পরিত্যাগ করে হাঁটতে হবে,
পারি না।
তবু হাঁটি!
জীবদ্দশার শেষ আছে-
হাঁটার শেষ নাই।
তবু হাঁটি!
শেষের থেকে আরম্ভ করবে ভিন্নমত-
তবু হাঁটেন...
আমি হাঁটতে চাই।