ভাবিতে দিব্যধামে করিলে প্রাণ সঞ্চার
নয়ন জুড়ালো সবি নিরীক্ষণে চমৎকার
সাজাই বহুদূরে থাকিব অনন্ত দিবানিশি
চিন্তাও নাই ভাবনাও ঠেলে দেই সুদূরে
সখের সাজে সাজবো আমি রবে সকলি
প্রাণের তরে জীবন বাজী সে দিল ফাকি
কাটাব কাল আপন ভোলা রহিল মনে
তীরে তরি পারি দিব কোন পথ চিহ্নে
জানা নাই কোথায় নিবে তরি মাঝিয়ান
প্রাণে সখের নৃত্য যদি রহে পাথেয়
মাঝিয়ান ভ্রাতা কোথায় নিবে আমায়
আমিতো সখের সাজে সজ্জিত হইনাই
কি করেছ এত দিবস? উত্তর নাই মম
সখের সাজে নিপাত তব ধরিত্রীতে
সকল ভ্রমে সখের সাজে রাঙাও মনঃ।