ভ্রমিতে নাহি পারি তোমায়
তোমার কথা চিত্তে স্মরিল
পশিল অন্তরে সবি যাতনা।
তুমি ছিলে আমার ব্যঞ্জনা
অন্তর ডাকে তোমায় নিভৃতে
কহিবে তব সনে কিছু কথা
ভ্রম যতো রহিবে অন্তরালে।
তুমি মোর প্রার্থনা শত স্মরণ
বক্ষে রবে মোর চির দিবস,
কাটাব কাল সঙ্গে তব বাস।
আঁখিপাতে নিদ প্রবিষ্ট নহে
তোমায় রাখে সদা স্মরণ,
পৃথ্বীতে তুমি মম চির আপন।
ধরিত্রীর সবি ভ্রমে তব স্মরি!
আমার কল্পনা নিত্য সাজে-
তুমি রবে সতত আমারি।