ছোট্ট একটি দাবি নিয়ে
এসেছি তোর দ্বারে,
ক্ষুধার জ্বালা পেটের মাঝে
শুধুই হাহাকার করে ।
চাইনা বাড়ি, চাইনা গাড়ি
চাইনা ইমারত,
ভাত দিবি কি না বল আজ?
চাইছি কৈফিয়ত ।
এজ্বালা আর সইনা প্রাণে
শূন্য আমার ঘরে,
মহাসুখে বসত করিস
উচ্চ প্রাসাদ গড়ে ।
থালা হাতে আয় হারামি
বুকটা ধড়ফড় করে,
আসব নাকি প্রবল বেগে
অশ্ব-পৃষ্ঠে চড়ে ।
কোমর বেঁধে নামলে শেষে
রুখবে আমায় কে?
বেশিতো কিছু চাইনি আমি
এক মুঠো ভাত দে ।