চলতে চলতে জীবনের মেঠোপথে
যখন সামনে আসে কিছু
অনাকাঙ্খিত ঝড়, আসে
অস্তিত্ব হারানোর সংকট ।
তখন আপন মনেই হারিয়ে যায়,
হারিয়ে যায় গভীর ভাবনায় ।
এলোমেলো চিন্তাগুলো আঁটিবেঁধে
সমষ্টিগত করতে মন চায় ।
যার বদৌলতে খেয়া তরিটি
ভেড়ানো যায় শান-বাঁধানো ঘাটে ।
অতঃপর.......... ।
অতঃপর, সেই সিঁড়ি বেয়ে
উপরে উঠার পালা ।
কিন্তু আফসোস উপরে উঠা হয়না
ধোঁয়াশা বাতাসের প্রলয় নাচনে
গুড়িয়ে যায় সবকিছু ।