আজ মেঘলা রাতে
নিকষ কাল চারিধার
গাড় থেকে গাড় হয়ে আবছায়ার পাহাড় গড়েছে ।
অমাবশ্যাবয় সবকিছু
ঝলসে ঝলসে উঠছে
বিজলির আলোকচ্ছটায় ।
বারান্দায় দাঁড়িয়ে
নয়ন মেলে দেখি
আকাশের পানে,
মুগ্ধ চোখে দেখতে থাকি
আলো আঁধারির খেলা ।
কিন্তু বাধ সাধে
একটি দীপ্ত শিখা
যার রঙ্গিন আভায়
আলো ঠিকরে পড়ে চতুর্দিকে ।
জোজল্যমান দীপ্ত শিখার ঝলসানিতে
ঝলসে উঠে দু'চোখ ।
ঠিক তখনি চমকে উঠে ক্ষণপ্রভা
বিদীর্ণ করে, ছুটে চলে
দিগ্বিদিক ।
তবু অক্ষত সেই শিখা
জ্বলে নিরবধি
প্রিয়া তোমার মুখ ।
05/10/2013
. . . . . . . . . . . . . .
পরবর্তী পরীক্ষা আগামী ২৪ তারিখ । তাই একটু ফাঁকা আছি । তাই কবিতাটি প্রকাশ করলাম । আমি অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থী ।আমার জন্য সবাই দোয়া করবেন ।