সমুদ্রতীরে হেঁটেছি একা
কল্পলোকে চড়ে,
খোদাই করে লিখব তোকে
মুক্তো-মণির ভীড়ে ।
মেঘের ডানায় উড়ে উড়ে
সফেদ মেঘের বুকে,
কাঁটা বিঁধে লিখব তোকে
দেখবে জগতলোকে ।
অরুণবুকে লিখতে তোকে
ছুটেছি হন্যে হয়ে,
চাঁদ-তারারা মিটিমিটি
দেখবে নুয়ে নুয়ে ।
.
হয়নি লিখা তীরে তোরে
মনে যত ভয়,
প্রবল ঢেউ-এ নামটি যদি
ক্ষয়ে ক্ষয়ে যায় ।
সফেদ মেঘের হাতটি ছেড়ে
ফিরেছি জগত মাঝারে,
নামটি যদি বজ্রপাতে
বৃষ্টি হয়ে ঝরে ।
অরুণবুকে, পদচিহৃ এঁকে
ত্যাগ করেছি তারে,
উত্তাপে তোর নামটি যেন
নাহি গলে পড়ে ।
,
হৃদয় তীরে নাও ভিড়িয়ে
লিখব ভেবেছি যেই,
যমদূতেরা পিছপা হয়ে
হারিয়ে ফেলেছে খেই ।
লিখলে তোরে হৃদয় মাঝে
ফুরাবেনা আর দম,
তাইতো যত্নে হৃদয় খাঁজে
লিখেছি তোর নাম ।