হঠাত্‍ যখন আকস্মিকভাবে
তোমার দেখা পাই ।
ঝাপসা হয়ে আসে দু'চোখ,
গাঢ় একটা অমানিশা
ভর করে অশরীরীর মত ।
লাগামহীন ঘোড়ার মত
দুলতে থাকে হৃত্‍পিন্ডটা ।
ভারি হয়ে আসে কণ্ঠসর ।
.
ইচ্ছে করে গলাটিপে
হত্যা করি
হৃত্‍পিন্ডের বিষম পীড়ন ।
বুক চিরে টেনে
আছড়ে ফেলি তাকে
কোন এক পরিত্যক্ত ডাস্টবিনে ।
প্রাণ ভরে আস্বাদন করি
মুক্তির নিঃশ্বাস ।
.
পারিনা! পারি শুধু
আড়মোড়া ভেংগে জেগে ওঠা
কষ্টের স্মৃতিগুলোকে
বালিচাপা দিতে ।
কখনো মৃদু কখনো অট্টহেসে ।