শেক্সপিয়ারীয় রীতিতে সনেটের ব্যর্থ প্রয়াস . . . . . .


মিলবিন্যাসঃ কখকখগঘগঘ ঙচঙচছছ
.
.
.
সামাজিক শরীরের প্রতি খাঁজে খাঁজে
জন্ম নিয়েছে প্রচুর আগাছা শেকড়,
জমিনের ভিটামিন খাচ্ছে বিনা লাজে
নির্লজ্জ্ব! ভাবেনা কভু মাথাপিছু গড়!
বহুরুপী তরুলতা পাল্টিয়ে চেহারা
লুটেপুটে খেয়ে যায় ইহকাল খাদ্য,
মুখোশের বেড়া দেয় অচ্ছুত্‍ পাহারা
অচেনা মনের তলে বেজে যায় বাদ্য!


কতদিন এভাবেই দিন যাবে চলে?
বাড়াবে মাথার 'পরে বহুবিধ ঋণ
অভাগার পরিবারে  তপ্ত অগ্নি জ্বলে
বোঝেনাকো কভু কেউ বিবাগীর বীণ!
এখনো সময় বহু আঁক পূর্ণচ্ছেদ!
খুঁজে খুঁজে ক্ষতস্থানে কর ব্যবচ্ছেদ!


19/06/2014
08:15PM