প্রখর রশ্নিতে দাঁড়িয়ে যতক্ষণ,
তপ্ত বালুকায় রেখেছি দু'চরণ ।
সাহারা মরুভুমি করেছে হা-হুতাশ
"একোন পথিক যে গড়ছে ইতিহাস ।
তপ্ত বালুকায় হয়না নাজেহাল,
টলে না খরতাপে হয়না বেসামাল ।
রবির উষ্ণতা গলায় হিমালয়,
ফোস্কা ওঠে পায় বালিতে অতিশয় ।
পারেনা আমাকেযে দমাতে এতটুকু,
বালির উষ্ণতা রবির রোদটুকু ।
রুপের প্রখরতা আমাকে ধরণীতে,
করেছে নাজেহাল ভীষণ বেদনাতে ।
তোমারি রুপ-ফুল করেছে দিশেহারা
দু'চোখ ঝলসিছে রুপের বাণ-ধারা ।
তোমার শুধু ছোঁয়া জাগায় শিহরণ,
বিজলি চমকিয়ে কাঁপায় তনুমন ।
13/12/2013