ঢের ব্যথা বুকে নিয়ে বসে আছি পাড়ে,
বিলক্ষণ চেয়ে থাকা একজোড়া চোখ নিয়ে বসে আছি ।
মাঘের জলীয়বাষ্প কুয়াশার মত ঘিরে আছে শুষ্ক রোদ
কবেকার স্মৃতিঘাঁটা নোংরা দুই হাত ঢিল ছুঁড়ে পাশের পুকুরে ।
বিধ্বস্ত নীলের ঢেউ পরস্পর জলকেলি খেলে
অথচ নিঃসঙ্গ মনে নিশ্চুপ ঘুমের ঋণ তাড়া করে ফিরে!


প্রান্তরে সবুজ সারি কলূষিত মেঘের আঁচলে
ঘরহারা পাখিদের মত কিচির মিচির করে ডালপালা ।
শব্দহীন একজোড়া পা সড়কপথে হেঁটে যায়
অথচ, আঘাত আসে বুকের ক্যানভাসে... ।
ছেঁড়া মেঘের মতন ছিঁড়ে যায় আঁটি বাঁধা স্বপ্নগুলো!


28-01-2015