ব্যস্তানুপাতিক জীবনের সপ্রতিভ আগ্রাসনে উম্মোচিত
কলুষিত মনুষ্যত্ব!
সামুদ্রিক কাঠিন্যতা বিজয়ের সিঁড়ি!
বিবেকের ঘেরাটোপে তামাক পাতার চাষাবাদ,
নতুবা, মুখোশ পথে সততার ঢেউ ।
জ্যামিতিক বৃত্তপথে বিত্তহীন চোখ গেঁথে যায় স্বর্গ-হুরে!
অথবা, ভূগর্ভে থাকে নীতিহীন জল ।
কাল্পনিক জীবনের মধুময় রাত্রি-স্নান যেন কোন অমোঘ প্রণয়!
শৈল্পিক অবিচ্ছিন্নতা নেচে চলে নর্তকীর মতো-
আর, সমানুপাতিক হারে বাড়তেই থাকে পাপ!