এবার না হয় কয়েকটি লাইন জন্ম দিই ।
বিছানাসঙ্গী প্রেমিকার জরায়ু ভেদ করে
বেরিয়ে আসুক স্মৃতির নবজাতক!
ফুটফুটে শিশুর প্রথম কান্না ছুঁয়ে যাক
ভোগতন্ত্রের বাস্তুসংস্থান ।
সামাজিক জীবগুলো ভীষণ চতুর!
খালি পকেটের দিকে তাকাতে তাকাতে
ভুলে যাবে বিবাহপূর্ব মাতৃত্বের কথা!
পুঁজিবাদের লাঙল টানা বলদ কি
ক্ষেতের আলে ধর্ষিত কুমারীর পর্দা ছেঁড়া রক্ত দেখতে পায়?
তারা তো কেবল বোগাস সুরে ডাইনে, বায়ে শুনতেই অভ্যস্ত ।
মৌলবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতায়
লুটোপুটি খাওয়া মানুষ কি বুঝবে-
আত্মার পবিত্রতা?
সহস্য শতাব্দীর অশ্রুমাখা একেকটি শব্দের
আভিধানিক অর্থ কি এতই সহজ?
খুন, গুম, লুণ্ঠন, চাঁদাবাজী কিংবা প্রতিশ্রুতি
কোনটিই বা সহনশীলতার মতো?
অতৃপ্তি লেগে আছে কৃষি, শ্রম,আইন
এমনকি শিক্ষার গায়েও ।
বোধহয় বাদ আছে কেবল কনডম ট্যাক্স!
তাতে কয়েকটি লাইনের জন্ম রহিত হয় বলেই...।
নতুবা এত অতৃপ্তি মাখা কয়েকটি লাইনকে
জারজ শব্দাবলী নামে ভূষিত করতে ক্লান্তি এসে যাবে
সে রাজতন্ত্র কিংবা স্বৈরতন্ত্রই হোক!
24/10/2015
12:57AM