শেষ হলো ১৪২৮
সাথেই থাকবে বৈশাখ
বাংলা মাস বৈশাখ মাস
বৈশাখ দেখলে ভয় করে।

উড়ায় নেবে বসতবাড়ি
মেঘেরা আনে ঝড় বৃষ্টি
বৈশাখ কেন এত দোষী
ঝড়ে ভাঙবে গাছের ডাল।

কাঁচা আম পড়বে খসে
আম ফলের অনেক ক্ষতি
গাছের মালিক ডুকরে কাঁদে
কাঁচা আমের আচার খেতে
অনেক মজাদার।।

তারিখ:২৯-৩-২০২৩
সময়: রাত্রি ১০:০০ টায়
দিনাজপুর