মুকুল দেখে ব্যাকুল আমি
ভাবছি মনে মনে
মুকুল থেকে ফল হয়
খুশি লাগছে অনেক।

আম বাগানে আম্র মুকুল
জ্যৈষ্ঠে পাকে আম
আম খেতে অনেক মজা  
খেতে পাবো জ্যৈষ্ঠ মাসে
মিষ্টি আমে ভরবে মুখ রসেতে।

খাবো অনেক কাঁচা পাকা আম
আরো খাবে যত আছে
আমার মত মানুষ..!
তাই মেতেছি খুশিতে
মুকুলের বাহার দেখে।

মুকুলে জানান দেয়
আসবো আমরা আমের গাছে
বাগান মালিক ভাবছে বসে
আম হলে দুটো পয়সা
হাতে গুণতে চাই।।

তারিখ:০৯-০৩-২০২৩
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর