জীবনটা বিলীন করে
অন্যদের সেবা করো
করে যাও প্রাণভরে
পেয়ে যাবে ফলাফল।

মনে থাকবে খুশির জোয়ার
হাতে থাকে সোনার মোহর
কোথায় থেকে এসে যাবে
ভেবে ভেবে জানতে পারবে।।

তারিখ:২৭-০৫-২০২২
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর