চোখ মুছোনা চিন্তা করো না
পাবে অনেক সুখের দিন
কয়টা দিন কষ্ট..!
আসবে তোমার ভালো দিন।

এই জগতে কেউ সুখী নয়
সবাই পায় কষ্ট অনেক
কষ্ট করো সুস্থ থাকো
নিজের ভালো করে যাও।

এমন কিছু করো না
কষ্ট পাবে অনেক যে
ভাবো সবে ভালো কথা
অন্যদিকে চেয়ো না।

সবাই তোমায় বাসবে ভালো
বলবে সে যে অনেক ভালো
চাই না কিছু ভাবে বসে
জীবনটা যে কেমন যাবে।

রচনা কাল:২১-০৯-২০২১
সময়: রাত্রি ১:০০ টায়
দিনাজপুর ‌।